Monday, February 26, 2007

কারওয়ান বাজারে আগুন!!




























[গতকাল খবর শোনার পর থেকেই দুই ঘন্টা যাবৎ লাইভ টিভি দেখেছি, আর ব্লগে লিখেছি। ছবিগুলো এটিএন বাংলার স্ক্রিনশট]

নিহত -২ আহত শতাধিক

এই ভবনে ২,৫০০ লোক কাজ করে।


দেশে ফোন করেছিলাম, টিভিতে লাইভ শুনতে পেলাম, কারওয়ান বাজারে এনটিভি ও আরটিভি যেখানে আছে, সেই বিএসিসি ভবনে আগুন। হেলিকপ্টার দিয়ে মানুষ উদ্ধার হচ্ছে

*সকাল সাড়ে ১০টায় আগুন লেগেছে

*আগুন লেগে লিফট বন্ধ

* এনটিভি, আরটিভি, আমার দেশ ঐ ভবনে আছে।

* যমুনা অয়েল ও রূপান্তরিত গ্যাস কোম্পানির অফিস, ড্যান্ডি কোম্পানির অফিস আছে

* আশে পাশের ভবনের মানুষের নিঃশ্বাসে সমস্যা হচ্ছে। ঐ সব ভবনে অক্সিজেন সরবরাহ হচ্ছে।

*শাহবাগ থেকে ফার্মগেট, রাসেল স্কয়ার থেকে তেজগাঁ রাস্তা বন্ধ,

*বিমানবাহিনীর হেলিকপ্টার উদ্ধার করে মানুষ সরাচ্ছে।

*ছাদে বিপুল পরিমান মানুষ আটকে আছে

*আহত অনেককে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে

*তাপের কারণে হেলিকপ্টার বন্ধ হয়ে গেছে এইমাত্র

*পুরা রাজধানীতে আতঙ্ক

*(দুপুর ১টা ৭ মিনিট নাগাদও আগুন জ্বলছে

*১-১২ - মানুষ মই বেয়ে ১২ তলা ভবন থেকে নামছে

*ভবনে আগুন প্রতিরোধের ও পালাবার ব্যবস্থা নাই।

*১-১৫ -- এলাকাতে বিদ্যুৎ টেলিফোন বন্ধ

*২য় তলা থেকে আগুন শুরু হয়েছে

*১-২৩ হাজার হাজার মানুষ এখানে জমে আছে। দমকল বাহিনী পানি ছুড়ে নিভানোর চেষ্টা করছে। মানুষ আগুনের মধ্য দিয়েই মই বেয়ে নামছে। একটা মাত্র দমকলের বাহিনী হতে পানি নিভানোর চেষ্টা হচ্ছে।

*১-২৭

দোতলায় যমুনা অয়েল ও রূপান্তরিত গ্যাস কোম্পানির অফিস হতে আগুন শুরু হয়েছে বলে এক সাংবাদিক জানালেন। তিনি অনেককে গুরুতর আহত দেখেছেন

* ১-৩২ কয়েক শ মানুষ এখনো ছাদে আটকে আছে

১-৪৪ - লিফটের ভিতরে অনেক মানুষ আটকে পড়েছে। বিদ্যুত বন্ধ বলে। প্রচুর নারীকর্মী এখনো আটকে আছে।

ঢাকা মেডিকেলে সেনাবাহিনীর উদ্যোগে আরো বেডের আয়োজন হচ্ছে। আশংকা নিহত কম হলেও আহত অনেক হবে

১-৪৭ - সোয়া এগারোটা পর্যন্ত লিফট চালু ছিলো, তখন লিফটে করে নামতে গিয়ে অনেকে বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে আটকা পড়েছে

১-৫১

মাকসুদা নামের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা মেডিকেলে লাশের ছবি এটিএন এ দেখানো হলো।

১-৫৯

আগুন কিছুটা নিয়ন্ত্রনে

২-০৪

সুপন রায় প্রত্যক্ষ দর্শী। বলছেন শুরুতে আগুন কম ছিলো, নিভানোর তৎপরতা একেবারেই ছিলো না। ২ তলার যেখানে আগুন লেগেছিলো শুরুতে ঐ জায়গাটা বন্ধ ছিলো। তাই শুরুতেই নিভানো যায়নি

এনটিভিতে কোনোদিনই ফায়ার ড্রিল অর্থাৎ আগুন ধরলে কি করতে হবে সেই ট্রেনিং হয়নি। সুপন রায় বলছে, “মালিকরা প্রচন্ড খারাপ, তারা কোনো দিনই ট্রেনিং এর ব্যবস্থা হয়নি।

২-০৯

পাঁচতলা থেকে অনেকে লাফিয়ে পড়েছে। মাকসুদা নামের কর্মী কাজ করতেন বিএসিসিতে


২-১২

কোলাপসিবল গেট বন্ধ করে দেয়া হয়েছিলো। লিফটগুলো পুরানো, এবং সিঁড়ি বন্ধ হয়ে গেছিলো। অনেক মহিলা কর্মী আটকে গেছেন

২-২১

জ ই মামুনের রিপোর্ট, ফায়ার ব্রিগেডের হাতে এরকম আগুন নেভানোর যন্ত্রপাতি ও ব্যবস্থা নাই। ঐ ভবনেও অগ্নি নির্বাপক যন্ত্র ছিলোনা পর্যাপ্ত
বিমান বাহিনীর হেলিকপ্টার সরিয়ে নিয়েছে একটু পরেই, কারণ পাখার বাতাসে আগুন আরো বেড়ে যাচ্ছিল

২-৩৩

দুই জন মারা গেছে মোট

২-৩৪

খবর পাঠিকা সামিয়া বলছেন, ওখানে এখনো ১১ তলায় অনেকে আটকে আছে। গ্রিল দিয়ে বেরুনোর পথ বন্ধ। ভবনে কোনোদিন আগুন নেভানোর মহড়া হয়নি। সিঁড়ি ৬ তলাতে তালা মারা ছিলো। ভবনে মাত্র ৩টি লিফট আছে।

২-৩৫

ছাদের মানুষেরা নিরাপদে আছে, কারণ আগুন কমে এসেছে। তবে লিফটে অনেকে আটকে আছে।

২-৩৯

ভিআইপি রোড বন্ধ, প্রচন্ড যানজট।
ছাদের লোক উদ্ধার হয়েছে

২-৫৯

কালো ধোঁয়া এখনও বের হচ্ছে ১১/১২ তলা থেকে

৩-০২

প্রতি তলায় তল্লাশি চলছে আহত মানুষের জন্য। সেনাবাহিনীর মেজর ইমরান ৪ তলা / ৫ তলা পরিদর্শন করে এসেছেন, ৫ তলা পুরা পুড়ে ছাই হয়ে গেছে

৩-১১
শমরিতা হাসপাতালে আফতাবুদ্দিন মোল্লা নামে একজন মারা গেছেন। ঢাকা মেডিকালে মারা গেছেন মাকসুদা। মোট নিহত ২

৩-১২

ভবনের দক্ষিণ দিকে আবার আগুন বেড়েছে

৩-১৫

রয়টার্স বলছে ৩ জন মারা গেছে - ২ জন আগুনে, আর ১ জন লাফ দিয়ে পড়ে

৩-১৭

ভিডিও এডিটিং এর কাজ করেন, এমন একজন বলেছেন, এনটিভির সব যন্ত্রপাতি সম্ভবত জ্বলে গেছে। ফাইল তো গেছেই

৩-২০
রাস্তা খুলে দেয়া হয়েছে ফার্মগেটের দিকে। গাড়ি চলাচল শুরু হয়েছে


signing off. Please check bdnews24.com or other news media for latest updates



No comments: