ইংরেজি উইকিপিডিয়ার আজকের প্রধান পাতাটি তাড়াতাড়ি দেখুন। অমর একুশে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য বাঙালিদের আত্মদান -- এর সবই আজকের নির্বাচিত ঘটনা ও দিবসের তালিকাতে এসেছে। আমি স্ক্রিনশট যোগ করে দিলাম।
ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবপেইজ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ১০টি ব্যস্ততম ওয়েবসাইটের মধ্যেই উইকিপিডিয়া আছে, প্রতিদিন এটি কয়েক কোটি বার দেখা হয়। তাই উইকিপিডিয়ার মাধ্যমে অমর একুশের বাণী আজ ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে।
আমাদের ইতিহাস, ভাষা, ও সংস্কৃতির কথা আমাদেরকেই তুলে ধরতে হবে সারা বিশ্বের কাছে। বাইরে থেকে এসে কেউ এই কাজটা করে দিবে না। গুগল সার্চে প্রথম পাতায় যার নিত্য উপস্থিতি, সেই উইকিপিডিয়া আমাদের এই সুযোগটা করে দিয়েছে।
[লেখাটি সামহয়ারইনব্লগে ২০০৭/২/২০ তারিখে প্রকাশিত]
No comments:
Post a Comment